পাল্টাপাল্টি অভিযোগে শুরু বিএনপি–জামায়াতের নির্বাচনি প্রচারণা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:২০
সরাসরি নাম উল্লেখ না করলেও পাল্টাপাল্টি অভিযোগ ও ইঙ্গিতপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণা।
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যসহ দেশের বিভিন্ন এলাকায় নারীদের এনআইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করে একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভ্রান্ত করছে।
কোনো দলের নাম উল্লেখ না করলেও বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট ছিল। তিনি বলেন, “গত ১৫–১৬ বছর জনগণের ভোট ডাকাতি হয়েছে। এখন এই দেশে বর্তমানে আরেকটি রাজনৈতিক দল সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
নির্বাচনের আগেই টিকিট দেওয়ার ঘোষণা নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, “যেটার মালিক মানুষ না, সেটার দেওয়ার কথা যদি কেউ বলে, তাহলে একদিকে শিরক হচ্ছে, অন্যদিকে আগেই মানুষকে ঠকানো হচ্ছে। নির্বাচনের পরে কতটা ঠকাবে, সেটা বোঝাই যাচ্ছে।”
উল্লেখ্য, মাত্র তিন দিন আগে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেছিলেন, “দোষারোপের রাজনীতি নয়, মানুষকে ভালো রাখার রাজনীতি করতে হবে। দোষারোপের রাজনীতি করলে মানুষের পেট ভরবে না।”
এই বক্তব্যের কয়েক দিনের ব্যবধানে তার নতুন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবারের এক জনসভায় বলেন, তিনি কারো সমালোচনা করতে চান না। তবে তার বক্তব্যও ছিল ইঙ্গিতপূর্ণ।
তিনি বলেন,“ফ্যাসিবাদ যদি নতুন কোনো জামা পরে সামনে আসে, তাহলে পাঁচ আগস্ট যে পরিণতি হয়েছিল, নতুন জামা পরা ফ্যাসিবাদেরও একই পরিণতি হবে।”
বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন,“আপনারা কি নতুন কোনো ভোট ডাকাত দেখতে চান? আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না।”
এছাড়া তিনি চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতার সমালোচনা করে বলেন, “যে দল নিজের কর্মীদের এসব থেকে বিরত রাখতে পারবে, জনগণ আশা করে আগামীর বাংলাদেশ তারাই উপহার দেবে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।