রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে চায় বিএনপি: তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১১

সংগৃহীত

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে চায় বিএনপি—এ কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টক’-এ অংশ নিয়ে তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে একে অপরকে দোষারোপ করা হয়, কিন্তু সেই ধারা থেকে বেরিয়ে এসে গঠনমূলক রাজনীতিতে যেতে হবে। শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহায়তার জন্য স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে বিএনপির। এতে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুত বাড়বে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা জোরদার ও দুর্নীতি দমন ছাড়া কোনো পরিকল্পনাই সফল হবে না। সরকারের বার্তা যদি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হয়, তাহলে চাঁদাবাজিসহ নানা অপরাধ অনেকাংশে কমে যাবে।

ভোকেশনাল শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে বৈশ্বিক চাহিদা অনুযায়ী কারিকুলাম সাজিয়ে দক্ষ শ্রমশক্তি তৈরি করা হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবায় টেকসই ব্যবস্থার লক্ষ্যে হেলথ কেয়ারার নিয়োগ এবং স্কুলগুলোকে অডিও-ভিজ্যুয়াল সংযোগে আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top