রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

ভোটকেন্দ্রে সতর্ক থাকার অনুরোধ রুমিন ফারহানার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৪:০৬

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা তার সমর্থকদের ভোটকেন্দ্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ বাজারে এক পথসভায় তিনি বলেন, “১১ তারিখ বিকেল থেকে ১২ তারিখ ভোট গণনা পর্যন্ত ভোটকেন্দ্র খেয়াল রাখবেন; যেন আমার একটিও হাঁস শিয়াল চুরি না করে, কোনো হাঁসের ডিম চুরি না হয়।”

রুমিন ফারহানা বলেন, তার এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানসহ বিভিন্ন ধর্মের মানুষ থাকলেও সবাই বাংলাদেশি। তিনি জানান, “বাংলাদেশে ‘রাম’-এর যে অধিকার আছে, ‘রহিম’-এরও সেই অধিকার আছে। শিউলির যে অধিকার, সীতারও সেই অধিকার।”

তিনি সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন, “আমি আপনারা ঘরের সন্তান, আপনারা আমাকে ভোট দিচ্ছেন, তাই এই নির্বাচন আপনারাই করছেন। আমাকে ‘হাঁস’ মার্কায় ভোট দিন। এটি উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের প্রতীক।”

রুমিন ফারহানা স্থানীয় অবকাঠামো ও শিল্প সংক্রান্ত বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের এলাকায় সার কারখানা, গ্যাস ও বড় মিল-কারখানা থাকলেও উন্নয়ন হয় না। কারণ আমরা যোগ্য প্রার্থী সংসদে পাঠাই না। এবারের নির্বাচন মার্কার নয়, প্রার্থী এবং ব্যক্তির নির্বাচন। ব্যক্তি যদি সঠিক না হয়, রাজনীতি সঠিক হবে না।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top