সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

নির্বাচনী প্রচারে ময়মনসিংহ যাচ্ছে তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬, ১৭:২৪

সংগৃহীত

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে ঢাকা ফেরার পথে তিনটি স্থানে সমাবেশে অংশ নেবেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে তারেক রহমানের এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান জানান, ময়মনসিংহ ও গাজীপুর সফর সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে সমাবেশ আয়োজনের অনুমতি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে আরও দুটি সমাবেশে অংশ নেবেন তিনি।

সব কর্মসূচি শেষে তারেক রহমান গুলশানে নিজ বাসভবনে ফিরবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top