মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

ময়মনসিংহে নির্বাচনি প্রচারণায় বিএনপির তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৫:৩৯

সংগৃহীত

ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান পৌঁছেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে তিনি দুপুরে ময়মনসিংহ শহরে পৌঁছান।

তার আগমনের পর তিনি জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেন। এরপর জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা থাকলেও দুপুর ২টায় সমাবেশের সময় তিনি মঞ্চে উপস্থিত হননি।

ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতেই বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় নির্বাচনি রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ভোট কোন প্রার্থীর দিকে যাবে, তা নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশে উপস্থিত বিরিশিরির সুসং দূর্গাপুর ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আব্দুস সালাম বলেন, “নেত্রকোণা-১ আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করবে আশা করি।”

তারেক রহমানের আগমনের আনন্দে ময়মনসিংহ শহরের বিভিন্ন মোড়ে তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় বড় ছবি প্রদর্শিত হচ্ছে। এছাড়াও শহর ও বিভিন্ন থানার ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিলের মাধ্যমে সমাবেশে অংশগ্রহণ শুরু করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top