সিরাজগঞ্জ-পাবনায় কৃষিনির্ভর শিল্প ও তরুণদের দক্ষতায় গুরুত্ব দেবে বিএনপি: তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১৭:৫৬
সিরাজগঞ্জ-পাবনা সহ সমগ্র উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি। এমনটা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি শনিবার (৩১ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “বিএনপি শান্তিতে বিশ্বাস করে। আমাদের কাছে ধর্ম মূখ্য নয়। সকল ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে একসঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারলে জনগণের প্রকৃত সমস্যা সমাধান সম্ভব।”
তিনি বলেন, সিরাজগঞ্জ ও পাবনা এলাকায় এখনও বহু কাজ করার সুযোগ রয়েছে। “এ এলাকায় যেমন কৃষি আছে, তেমন ছোটখাট শিল্প কারখানাও রয়েছে। কৃষিকেও এগিয়ে তুলতে হবে এবং লাখ লাখ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে এই সমস্যা সমাধান সম্ভব। ঠাকুরগাঁও থেকে সিরাজগঞ্জ পর্যন্ত আমরা কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চাই। এছাড়া তাঁত শিল্পের উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হবে। এতে সারাবিশ্বে আমাদের তাঁত পণ্য পৌঁছানো সম্ভব।”
নারী শিক্ষার গুরুত্বে তিনি বলেন, “ধানের শীষের সরকার নারীদের স্বাবলম্বী করার ওপর গুরুত্ব দেবে। এজন্য দেশের প্রত্যেক মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।”
তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধির বিষয়ে তিনি জানান, “এ এলাকায় অনেক তরুণ রয়েছে যারা বিদেশে যায়, কিন্তু তাদের দক্ষতার ঘাটতি রয়েছে। তাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। খেলাধুলায় যারা ভালো, তাদের ক্ষেত্রেও সুযোগ সৃষ্টি করা হবে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।