হেফাজতে ইসলামীর আহ্বায়ক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ১২:৫১
হেফাজতে ইসলাম বাংলাদেশের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) মধ্যরাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মওলানা নুরুল ইসলাম নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
তিনি জানান, চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তি ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শেক্রমে ৫ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে। আমীর হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।
সদস্য করা হয়েছে মওলানা সালাহউদ্দিন নানুপুরী এবং দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমানকে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে কেন্দ্রীয় কমিটি গঠন করে হেফাজতে ইসলাম। ওই বছরের ১৮ সেপ্টেম্বর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা আহমদ শফীর ইন্তেকালের কারণে নতুন এ কমিটি করেছিলো হেফাজত।
এরপর ওই বছরের ১৩ ডিসেম্বর মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেলে নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছিলো হেফাজত। পরে ২৫ এপ্রিল রাতে সংগঠনটির দ্বিতীয় এই কমিটি বিলুপ্ত করেন আমির বাবুনগরী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার বিরোধিতা করে দেওয়া হেফাজতের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গত মার্চের ২৫, ২৬ ও ২৭ তারিখ দেশজুড়ে সহিংস ঘটনা ঘটে। এতে অন্তত ১৭ জন নিহত হয়। এরপর গত ১১ এপ্রিল থেকে বিভিন্ন মামলায় হেফাজতের নেতাকর্মীদের গ্রেফতার শুরু করে আইনশৃঙ্খলাবাহিনী।
এনএফ৭১/২০২১
বিষয়: হেফাজতে ইসলামী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।