হেফাজতের আমীর বাবুনগরী, বাদ পড়লেন মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জুন ২০২১, ১৮:১৭
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছেন মহাসচিব নূরুল ইসলাম জিহাদী। মাওলানা জুনাইদ বাবুনগরী আমীর ও নূরুল ইসলাম জিহাদীকে মহাসচিব রেখে ৩৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে দলটি।
সেখানে প্রতিষ্ঠাতা প্রয়াত আমীর শাহ আহমদ শফীর বড় ছেলে মো. ইউসুফকেও রাখা হয়েছে।
সোমবার (০৭ জুন) বেলা ১১টায় রাজধানীর খিলাগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে সাবেক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদী এ ঘোষণা দেন।
নতুন কমিটি থেকে বাদ পড়েছেন বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক।
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা রেখে ১৬ সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া ৯ সদস্যের মজলিসে শুরা ঘোষণা করা হয়েছে।
এনএফ৭১/আরএইচ/২০২১

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।