মালয়েশিয়ায় ২০৪ জন বাংলাদেশি আটক
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ২৩:০৫
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালিয়ে ২০৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া, মিয়ানমার ও ভারতের ১২৪ জন নাগরিককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাতে কুয়ালালামপুরের জালান ইম্বির ৩টি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযান সম্পর্কে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাতুক সেরি ডক্টর ইসমাইল মোহাম্মাদ বলেন, এ অভিযানে ইমিগ্রেশনের ১৮৫ কর্মকর্তা ও প্রতিরক্ষা বাহিনীর ৫ জন অংশ নেন। আটককৃতদের বয়স ২৪ থেকে ৬৩ বছরের মধ্যে। তাদের সবার কোভিড-১৯ পরীক্ষা করা হবে। একই সঙ্গে কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।