সায়দাবাদে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিন জন দগ্ধ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ১৯:৩২
রাজধানীর সায়দাবাদে একটি টিনশেড বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দগ্ধ হয়েছেন তিন জন। বুধবার (১৪ জুলাই) রাতে এই দুর্ঘটনা ঘটে। তিন জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আলমগীর নামে এক উদ্ধারকারী বলেন, ‘সায়েদাবাদ ৫৫ নম্বর করাতিটোলা ৭৩/২ নম্বর সাহেব আলীর টিনসেড বাসায় আগুন লাগে। পরে দগ্ধ তিন জনকে আনা হয় হাসপাতালে। বিদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে আমাদের ধারণা।’ দগ্ধ তিন জন হলেন, মোহাম্মদ রাজু, মো. শাহজাহান ও মো. জয়নাল।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, আগুনে রাজুর শরীরের ১৭ শতাংশ, শাহজাহানের ৪৬ শতাংশ ও জয়নালের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাদেরকে আইসিওতে রাখা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।