নিউ মার্কেট গাউছিয়ায় ক্রেতাদের ভিড়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ২১:০৬

নিউ মার্কেট গাউছিয়ায় ক্রেতাদের ভিড়

বিধিনিষেধ শিথিল করে মার্কেট খুলে দেয়ার পর চেনা রূপে ফিরে এসেছে রাজধানীর নিউ মার্কেট এলাকা।

শুক্রবার (১৬ জুলাই) বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিনে নিউ মার্কেটকে দেখা গেছে পুরনো চেহারায়।

সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ জুলাই পর্যন্ত শিথিল থাকবে বিধিনিষেধ। এ সময়ের মধ্যে খোলা থাকবে মার্কেট, শপিংমল। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) লকডাউন শিথিলের প্রথম দিনেই দোকানের সাটার তুলেছিলেন ব্যবসায়ীরা। তবে প্রথম দিনে ক্রেতাদের আনাগোনা তেমন ছিল না। আজ দ্বিতীয় দিন শুক্রবার হওয়ায় সকাল থেকে ক্রেতার ঢল নামতে শুরু করেছে নিউ মার্কেট এলাকায়।

নিউ মার্কেট, চাঁদনি চক, গাউসিয়া, ড. কুদরত ই খুদা সড়কসহ (এলিফ্যান্ট রোড) আশপাশের মার্কেট ও বিপণি-বিতানে সকাল থেকেই ক্রেতা আসতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ যতটা না বেড়েছে, তার চাইতে বেশি বেড়েছে ক্রেতা। বরাবরের মতই মার্কেটমুখী ক্রেতাদের একটি বড় অংশ জুড়ে রয়েছেন নারী।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top