চার তলার কার্নিশ থেকে উদ্ধার কিশোরী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ আগষ্ট ২০২১, ০৭:১৯

চার তলার কার্নিশ থেকে কিশোরীকে উদ্ধার করা হয়

কিশোরী বাঁধা ছিল চারতলার কার্নিশের উপরে! কে বা কারা কিশোরীকে চারতলার কার্নিশের বাইরের দিকে বেঁধে রেখেছিল। রোববার (১ আগস্ট) রাতে রাজধানীর ভাটারা এলাকায় ঐ কিশোরীকে দেখতে পেয়ে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেয় ভবনটির বাসিন্দারা।

খবর পেয়ে রাত ৮টার দিকে ওই কিশোরীকে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে।

উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া বারিধারা ফায়ার সার্ভিস কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদুজ্জামান সাংবাদিকদের জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপর ভবনে ঢুকে ভেতরের দিক থেকে গ্রিল কেটে কিশোরীকে উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন জানিয়েছে ঐ কিশোরী মানসিকভাবে কিছুটা অসুস্থ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটারার বাগানবাড়ি এলাকার একটি আট তলা ভবনের সামনে পরিবারের সঙ্গে বাস ঐ কিশোরীর। রোববার সন্ধ্যার দিকে সবার অগোচরে ভবনের নিচতলা থেকে চারতলা পর্যন্ত সে উঠে যায়। দেখতে পেয়ে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেয় ভবনটির লোকজন।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top