হেলেনা জাহাঙ্গীর জামিন পেলেন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ০১:০৩
এক মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে এ আদেশ দেন।
তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলাটি করা হয়। আদালতের পল্লবী থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে জানা গেছে, এই মামলায় জামিন পেলেও তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না।
এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিনের রিমান্ড শেষে হেলেনা জাহাঙ্গীরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, গত ২৯শে জুলাই হেলেনা জাহাঙ্গীরকে তার বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার বিরুদ্ধে মাদক, ডিজিটাল নিরাপত্তা আইনসহ একাধিক মামলা দায়ের করা হয়।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।