এয়ারপোর্ট থেকে গাজীপুর মাত্র ৪০ মিনিটে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪১

এয়ারপোর্ট থেকে গাজীপুর মাত্র ৪০ মিনিটে

মাত্র ৪০ মিনিটে যাওয়া যাবে এয়ারপোর্ট থেকে গাজীপুর। উভয় দিকে ঘণ্টায় ৪০ হাজার যাত্রী পরিবহন করা হবে। ফলে ঢাকার রাস্তায়ও কমবে যানজট। এমন সব সুবিধার কথা চিন্তা করে নির্মাণ হচ্ছে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি)।

এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রকল্পের ৬৩.২৭ শতাংশ কাজ। ২০২২ সালের ডিসেম্বর নাগাদ বাকি কাজ শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটিডের সম্মেলন কক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, সব শ্রেণির যাত্রীর কথা চিন্তা করে এই প্রকল্পে লিফট, এস্কেলেটর ও ভিআইপিদের জন্য থাকবে বিশেষ সুবিধা। ২০.৫ কিলোমিটার দৈর্ঘ্যের বিআরটি করিডোরে স্টেশন থাকবে ২৫টি। এতে একটি স্টেশন থেকে আরেকটির গড় দূরত্ব দাঁড়ায় ৮০০মিটার। তিনি আরো বলেন, ‘যে কোনো মানুষের পক্ষেই ৪০০ মিটার বা তার কম দূরত্ব থেকে পায়ে হেঁটেই স্টেশনে পৌঁছানো সম্ভব। এতে যানজট কমে যাবে বহুগুণ। কমবে সব ধরণের গাড়ি।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top