বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ডিমের দাম কমলেও, কাঁচামরিচের দাম আকাশচুম্বী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:২০

ডিমের দাম কমলেও, কাঁচামরিচের দাম আকাশচুম্বী

কয়েক দফা বাড়ার পর রাজধানীর বাজারগুলোতে ডিমের দাম কিছুটা কমেছে। তবে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচের দাম। এক লাফে কাঁচামরিচের দাম বেড়ে কেজি ছাড়িয়েছে ২০০ টাকা।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে পাওয়া গেছে এমন তথ্য। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যার প্রভাবে চলতি মাসে ডিমের দাম কয়েক দফা বাড়ে। এখন রাজধানীর বাজারগুলোতে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা, যা শুক্রবারও ছিল ১২০ থেকে ১২৫ টাকা। এ হিসাবে গেল দুদিনে ডিমের দাম ডজনে ১০ টাকা পর্যন্ত কমেছে। অবশ্য মুদি দোকানে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে ডিম।

অন্যদিকে, বৃষ্টির প্রভাবে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচের দাম। কিছুদিন আগে ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হওয়া কাঁচামরিচের দাম এক লাফে বেড়ে ছাড়িয়ে গেছে ২০০ টাকা। এখন এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। আর কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকায়।

এনএফ৭১/এনজেএ/২০২১

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top