আবারও বেড়েছে সবজি-মুরগীর দাম!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ২১:২৫
সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। আর ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। সবজি বিক্রেতাদের অভিযোগ, আমদানি কম থাকায় বাড়ছে দাম। আর মুরগি বিক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুরগির দাম। শুক্রবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা, চায়না গাজর ১৬০ টাকা, শিম ১২০ টাকা, কাঁচামরচি ১২০ টাকা, বেগুন ( গোল ) ৮০ টাকা, বেগুন (লম্বা) ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০ টাকা, করলা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, চাল কুমড়ার পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, মিষ্টি কুমড়া ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা, মুলা ৬০ টাকা,পেঁপের কেজি ২০ টাকা, আলুর ১৮ থেকে ২০ টাকা, দেশি পেঁয়াজ ৭০ টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।
এদিকে, ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ টাকা। যা গেল সপ্তাহেও বিক্রি হয়েছিল ১৮০ টাকা। এছাড়া সোনালি মুরগিরও ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়। তবে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই অর্থাৎ ২৩০ টাকায়। সবজি ও মুরগির দাম বাড়লেও ডিমের দাম অপরিবর্তিত আছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।