ডিমের দাম বৃদ্ধি, কমেছে মুরগি-পেঁয়াজের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১, ০২:৩১

ডিমের দাম বৃদ্ধি, কমেছে মুরগি-পেঁয়াজের

পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও দাম বেড়েছে ডিমের। এছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে খুব বেশি পরিবর্তন হয়নি।

শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৫০ থেকে ৬০ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা কেজিতে। যা আগের সপ্তাহে ছিল ১৮৫ থেকে ১৯০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, পূজার সময় ভারত থেকে পেঁয়াজ কম আসায় দাম বেড়ে গিয়েছিল। এখন বাজারে পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আছে। তাই পেঁয়াজের দাম কমছে। সামনে দাম আরও কমবে। অন্যদিকে, এক সপ্তাহে ১১০ টাকা ডজনের ডিমের মূল্য এখন ১১৫ থেকে ১২০ টাকা।

কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। শীতের কিছু আগাম সবজি বাজারে এসেছে। শীতের সবজি পুরোপুরি বাজারে না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা কম।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top