ফতুল্লায় গ্যাসলাইন বিস্ফোরণে মৃতের সংখ্যা ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ০১:১৫

ফতুল্লায় গ্যাসলাইন বিস্ফোরণে মৃতের সংখ্যা ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভবনে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ঝুমা রানী নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।

সোমবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঝুমা রানীর শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসক।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, শুক্রবার (১২ নভেম্বর) নারায়ণগঞ্জ থেকে ছয়জন দগ্ধ রোগী শেখ হাসিনা বার্নে এসেছিলেন। তাদের চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। দুই নারী চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ঝুমা রানীর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১২ নভেম্বর) ভোরে ফতুল্লার লালখাঁ এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে গ্যাসলাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার দিনই মায়া রানী (৪০) ও মঙ্গোলী রানী (৪২) নামে দুজন নিহত হন। এই ঘটনায় আহত হন কমপক্ষে ১৫ জন। বিস্ফোরণে ওই ফ্ল্যাটের পাঁচটি কক্ষসহ পাশের আরও দুটি বাড়ির দেয়াল ধসে যায়।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top