২৪ ঘণ্টার আল্টিমেটাম, অবরোধ তুলে নিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ০২:৩০
২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা থেকে সরে দাঁড়িয়েছেন গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে বিক্ষোভরত ঢাকা কলেজের শিক্ষার্থীরা ৷
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামীকালের মধ্যে এর সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়েছে, হাফ ভাড়া নিশ্চিত করা হবে। এজন্য আমরা রাস্তা ছেড়ে দিয়েছি। শনিবারের মধ্যে হাফ ভাড়া নিশ্চিত না করলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর আগে বাসে হাফ ভাড়া না নেওয়ার প্রতিবাদে সকাল ১০টায় ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা৷ এসময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস গলিতে আটকে রাখেন এবং হাফ ভাড়া নিশ্চিত করতে বাস মালিকদের প্রতিশ্রুতি দাবি করেন শিক্ষার্থীরা।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হাফ ভাড়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।