সায়দাবাদ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ০৩:১৫
রাজধানীর সায়দাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ হয়ে মৃতের সংখ্যা দাড়াঁলো পাঁচজন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
মৃত ব্যক্তির নাম কবির হোসেন (৪০)। তাকে ৮৫ শতাংশ দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার।
এর আগে শনিবার (১৩ নভেম্বর) ওই বিস্ফোরণের পর দগ্ধ ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে রবিন নামের একজনকে ওইদিনই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।