শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বেপরোয়া ভাবে গাড়ি চালানো কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১, ০৪:৪৫

বেপরোয়া ভাবে গাড়ি চালানো কিশোর আটক

রাজধানীর বেইলি রোডে বেপরোয়া গাড়ি চালিয়ে রিকশাচালক, আরোহী বাবা ও তার কোলের শিশুকে আহত করা প্রাইভেটকারচালককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। আটককৃত ওই কিশোর রাজধানীর একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

রবিবার (২১ নভেম্বর) জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, সাইবার পেট্রোলিংয়ের অংশ হিসেবে ভাইরাল ভিডিওটি আমাদের নজরে আসে। তাৎক্ষণিকভাবে সব অফিসারকে প্রাইভেটকারটির চালককে শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানা এলাকা থেকে প্রাইভেটকারটি হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ। এরপর রাত ৩টা ৪০ মিনিটের দিকে মেহেরপুর জেলা পুলিশের সহযোগিতায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন হাট বোয়ালিয়া নতুন বাজার এলাকা থেকে চালককে আটক করা হয়। তাকে ঢাকায় আনা হচ্ছে।

জানা গেছে, ওই কিশোরের বাসা রাজধানীর মগবাজারে। সে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির ছাত্র। শুক্রবার বেইলি রোডে বেপরোয়া প্রাইভেটকারে রিকশা গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি ঘটে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top