শাহবাগে প্রতীকী কফিন মিছিল করেছে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ০৫:২৫
নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে শাহবাগে প্রতীকী কফিন মিছিল করেছে শিক্ষার্থীরা। রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে শাহবাগ মোড়ে থেকে কফিন মিছিল নিয়ে শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।
এর আগে প্রতীকী কফিন নিয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন শাহবাগ মোড়ে। সেখানে তাদের অবস্থান না নিতে পুলিশ অনুরোধ করলে কফিন নিয়ে তারা মিছিল শুরু করেন। পরে শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এলাকায় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘৯ দফার সংগ্রাম চলবে চলবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এরপর তারা আগামীকাল (সোমবার) সন্ধ্যা ৬টায় শহীদ মিনারে মোবাতি প্রজ্বালন ও প্রতিবাদী গানের আয়োজনের কর্মসূচি ঘোষণা করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: শাহবাগ কফিন মিছিল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।