মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ০৫:৫১

মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনের ঘোষণা

নিরাপদ সড়কের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী সড়ক অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের প্রতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করতে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার (৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টা থেকে রামপুরা ব্রিজের হাতিরঝিল অংশের ফুটপাতে ব্যঙ্গচিত্র নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

নিরাপদ সড়কের দাবিতে রামপুরা ব্রিজে চলমান আন্দোলনের অংশ হিসেবে ব্যঙ্গচিত্র নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শেষ হয়েছে আজকের কর্মসূচি। মানববন্ধন কর্মসূচি শেষ হওয়ার আগে নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

নতুন কর্মসূচির অংশ হিসেবে সোমবার শিক্ষার্থীরা দুপুর ১২টায় রামপুরা ব্রিজে সড়ক দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি শোক প্রকাশ করবেন। এ সময় তারা কালো ব্যাজ ধারণ করবেন এবং মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানাবেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top