অনাবিল পরিবহণে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে আটক ৪ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ০০:২৪

অনাবিল পরিবহণে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে আটক ৪ জন

রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহণের বাসচাপায় শিক্ষার্থী নিহতের পর বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে মনির হোসেনসহ গ্রেফতার করা হয়েছে চারজনকে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রামপুরা ও কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ২৯ নভেম্বর রাত ১১টার দিকে রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহত হয়। এর পর পরেই কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। এই অগ্নিসংযোগ ও ভাঙচুরে প্রত্যক্ষভাবে জড়িত ছিল মনির হোসেন। তাকে ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাবের তথ্য মতে, মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top