রাজধানীতে ফানুসের আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২২, ০০:৩৯
ইংরেজি নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুস থেকে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুন লাগে। শনিবার (১ জানুয়ারি) রাত ৩টার মধ্যে সব স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান বলেন, ঢাকাসহ আশপাশে যেসব স্থানে আগুন লেগেছিল সবখানেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন বড় আকার ধারণ না করায় নিয়ন্ত্রণ করতে তেমন কোনো সমস্যা হয়নি।
এর আগে ইংরেজি নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুস ও আতশবাজিতে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুনের ঘটনা ঘটে। যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি ভবনের তৃতীয় তলায় ফানুস থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা।
উল্লেখ্য, নববর্ষ উদযাপনের রাতে সারাদেশ থেকে প্রায় ২০০ স্থানে আগুন লাগার সংবাদ এসেছে জরুরি সেবা ৯৯৯ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কাছে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।