শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মতিঝিল থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২২, ০৪:০০

মতিঝিল থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি লালবাগ বিভাগ। মঙ্গলবার (১১ জানুয়ারি) মতিঝিল বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকা থেকে আটক করা হয় তাদের।

এ বিষয়ে ডিবি লালবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মধুসুদন দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ওই ৩ মাদককারবারিকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতরা হলেন- মো. রোমান হাসান ওরফে লিমন, পারভীন ওরফে হালিমা এবং দীল বাহার।

গ্রেফতারকৃতদের নামে মতিঝিল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আজই আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top