শ্যামপুরের আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২২, ০২:১৭

শ্যামপুরের আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজধানীর পোস্তগোলার শ্যামপুরে লাল মসজিদের পাশে আলম গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে বৈদ্যুতিক গোলোযোগকে চিহ্নিত করা হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, শ্যামপুরে একটি সাততলা ভবনের চতুর্থ তলায় শনিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে গার্মেন্টসে আগুন লাগার কারণে তা নিয়ন্ত্রণে বেগ পেতে হয় দমকল বাহিনীর কর্মীদের।

আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। আড়াই ঘণ্টারও বেশি সময় পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভলান্টিয়ারের ৯৮ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top