শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২, ০১:০১

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। বুধবার (১৯ জানুয়ারি) এসব এলাকায় পাইপ লাইনের সংস্কার কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে- পূর্ব মানিকনগর, মানিকনগর, ধলপুর, গোপীবাগ, আর. কে. মিশন রোড, অভয়দাস লেন, কে. এম দাস লেন ও স্বামীবাগ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব এলাকার আশেপাশেও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top