বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৫ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৪৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৫ জন

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৪৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রেপলিটন পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, আটকের সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৮৬১ পিস ইয়াবা, ৮৭.৫ গ্রাম হেরোইন, ২ কেজি ৭৭৫ গ্রাম ৯০ পুরিয়া গাঁজা ও ৩৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭ টি মামলা দায়ের করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top