শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

বারিধারায় গ্যাস বিস্ফোরণে আগুন, আহত ২

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২২, ০০:১৫

বারিধারায় গ্যাস বিস্ফোরণে আগুন, আহত ২

রাজধানীর বারিধারা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলায় বিকট শব্দে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুন লাগে যায় ওই ভবনের নিচতলায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বারিধারা আবাসিক এলাকার কে ব্লকের ৬ নম্বর রোডের ১৫ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সকালে ৩ তলা ভবনের নিচতলায় বিস্ফোরণের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে জানা যায় ভবনটির নিচতলায় একটি ফাঁকা ঘরে দীর্ঘদিন জমে থাকা গ্যাস থেকেই ঘটে এই বিস্ফোরণের ঘটনা।

তিনি জানান, এ ঘটনায় দু’জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় তাদের। ঘটনাটির বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেবে ফায়ার সার্ভিস।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top