আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ল ভর্তিচ্ছুরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০২:৫৯

আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ল ভর্তিচ্ছুরা

আগামী ১২ মার্চের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়েছে এইচএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা। রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটে নীলক্ষেত মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন আন্দোলনের সহযোগী সমন্বয়ক মহিদুল ইসলাম খান।

তিনি বলেন, আগামী ১২ মার্চের মধ্যে দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দেওয়ার পূর্ণাঙ্গ ঘোষণা দিতে হবে। না হয় ১৩ মার্চ থেকে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা। অবরোধের ফলে বন্ধ হয় যায় চারটি গুরুত্বপূর্ণ সড়কের যানচলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন নানা কাজে বের হওয়া মানুষ।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top