নীলক্ষেত থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ মার্চ ২০২২, ০৩:২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজে স্নাতকের ফাঁকা আসন পূরণের দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধকারী শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ।
বুধবার (২ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে নিউ মার্কেট থানা পুলিশ বিক্ষোভকারীদের নীলক্ষেত মোড় থেকে সরিয়ে দেয়। এতে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। সাত কলেজে স্নাতকের ৩ হাজার ফাঁকা আসনে ভর্তির দাবিতে তারা এই বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধের কারণে তখন যান চলাচল বন্ধ হয়ে যায়।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় অবরোধ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।