শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৪ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ মার্চ ২০২২, ০৩:২০

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৪ জন

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার নয়শ ২১ পিস ইয়াবা, ৭৭.৫ গ্রাম হেরোইন ও ৩ কেজি ৮৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (৬ মার্চ) ভোর ৬টা থেকে সোমবার (৭ মার্চ) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এনএথফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top