৬ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধনে রেডিও টুডের কর্মীরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ২৩:২৫
অবিলম্বে ৬ মাসের বকেয়া বেতন ভাতা সহ সকল ন্যয্য পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন রেডিও টুডে এফএম ৮৯.৬ এর নিপিড়ীত কর্মীরা।
রবিবার (২৭ মার্চ) সকাল ১১টায় ভুক্তভোগী কর্মীদের ন্যায্য দাবী আদায়ে গঠিত ক্ষতিপুরন আদায় সংগ্রাম কমিটির আহ্বায়ক মোসকায়েত মাশরেকের সঞ্চালনায় কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে রেডিও টুডের কর্মীরা তাদের দুঃখ কষ্ট ও ক্ষোভের কথা তুলে ধরেন এবং অবিলম্বে তাদের বকেয়া বেতন ভাতা সহ সকল ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।
অবস্থান কর্মসূচির একপর্যায়ে রেডিও টুডের বিক্ষুব্ধ কর্মীরা কামাল আতাতুর্ক এভিনিউয়ে সড়কের উপরে বসে পড়েন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অনুরোধে আন্দোলনকারীরা সড়ক থেকে উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে রেডিও টুডের কর্মীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। তিনি অবিলম্বে ৬ মাসের বকেয়া বেতন পরিশোধে রেডিও টুডে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একইসাথে দাবি আদায়ে কঠোর থেকে কঠোরতর কর্মসূচির হুশিয়ারি দেন।
সকাল ১১টায় শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী বিকাল ৫টা পর্যন্ত অব্যাহত থাকে।
সোমবারও (২৮ মার্চ) একই স্থানে একই সময়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে প্রথম দিনের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশকায়েত মাশরেক।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: বকেয়া বেতন রেডিও টুডে মানববন্ধন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।