দাম বেড়েছে পোলাউয়ের চাল ও সেমাইয়ের

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ০০:২৪

দাম বেড়েছে পোলাউয়ের চাল ও সেমাইয়ের

ঈদ ঘিরে প্রতিবছরই চাহিদা বাড়ে পোলাউয়ের চালের। এক মাসের ব্যবধানে খোলা ও প্যাকেটজাত পোলাউয়ের চালের দাম বেড়েছে। ভালো মানের খোলা পোলাউয়ের চাল কেজিতে ১৫ টাকা বেড়ে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ১০ টাকা বেড়ে চাষী, প্রাণসহ বিভিন্ন প্যাকেটজাত পোলাউয়ের চাল ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে বেড়েছে সেমাইয়ের দামও। বনফুল ও কুলসনসহ বিভিন্ন কম্পানির ২০০ গ্রাম সেমাইয়ের প্যাকেটে ১০ টাকা বেড়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে এসব তথ্য জানা যায়। কারওয়ান বাজার জেনারেল স্টোরের ব্যবসায়ী মাসুদ মাহমুদ জানান, রমজানের শুরুর দিকে প্যাকেটজাত পোলাউয়ের চাল কেজি ছিল ১৩০ টাকা, এখন কম্পানিগুলো এক কেজির প্যাকেটে ১০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা করেছে। খোলা পোলাউয়ের চাল ভালো মানের কেজি ছিল ৯৫ থেকে ১০০ টাকা, দাম বাড়ায় সেটা এখন ১১০ টাকায় বিক্রি করছি। তিনি বলেন, পোলাউয়ের চালের সঙ্গে সেমাইয়ের দামও বেড়েছে। সেমাই ২০০ গ্রাম প্যাকেটেও ১০ টাকা বাড়িয়েছে কম্পানিগুলো।

দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বড় বড় কম্পানিগুলো বাজার থেকে পোলাউয়ের চাল মজুদ করার কারণেই এখন দাম বেড়েছে। কম্পানিগুলো খোলা পোলাউ চালের চেয়ে কেজিতে ৩০ টাকা বেশি দামে প্যাকেটে বিক্রি করছে। মূলত প্যাকেট চালের দাম বাড়ার কারণেই বাজারে খোলা চালের দাম বেড়ে গেছে।

ক্রেতারা বলছেন, ‘বাজার নিয়ন্ত্রণে সরকারের নজরদারি তেমনভাবে না থাকায় ঈদ উপলক্ষে পোলাউয়ের চাল ও সেমাইয়ের দাম হঠাৎ বেড়ে গেছে। কোনোমতে পণ্যের দাম একবার বাড়লে কমতে চায় না। এভাবে টিকে থাকা আমাদের মতো স্বল্প আয়ের মানুষের খুবই কষ্টকর।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top