মিলছে না বাসের অগ্রিম টিকিট

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ০২:০২

মিলছে না বাসের অগ্রিম টিকিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৫ এপ্রিল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ৩ মে সম্ভাব্য ঈদের দিন হিসেব করে ২৯, ৩০ ও ১ তারিখের বাসের সব অগ্রিম টিকিট প্রায় শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন বাস কাউন্টারের মাস্টাররা।

শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর টেকনিক্যাল, কলাবাগান, গাবতলী বাস টার্মিনাল ঘুরে এ চিত্র দেখা গেছে।

গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন বাস কোম্পানির কাউন্টার থেকে জানানো হয়, ২৯, ৩০, ১ এবং ২ এপ্রিলের টিকিট শেষ হয়ে গেছে। শেষের লাইনে দুই একটা সিট থাকলেও তা আজই শেষ হয়ে যাবে।

সাকুরা পরিবহনের টেকনিক্যাল কাউন্টারের মাস্টার মো. আব্দুল হক বলেন, চাকরিজীবীদের আগ্রহের কেন্দ্রে ২৯ এবং ৩০ এপ্রিলের টিকিট। ছাত্ররা মূলত আগেই বাড়ি যাচ্ছেন। তারা ২৭ বা ২৮ মে’র দিকেই চলে যাচ্ছেন।

তিনি বলেন, বাসের অগ্রিম টিকিট বিক্রির শুরুর দিকে অনেক যাত্রী টিকিট নিতে আসলেও এখন সেই চাপ অনেক কম। অনেকেই হয়তো বুঝতে পারেন যে এখন টার্মিনালে গিয়ে কাঙ্ক্ষিত টিকিট নাও পেতে পারে। তাই এখন চাপ নেই। আর টিকিটও নেই। অধিকাংশ যাত্রী কাঙ্ক্ষিত দিনের টিকিট চেয়ে পাচ্ছেন না।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top