নিউমার্কেটে সংঘর্ষে মুরসালিন হত্যা মামলার প্রতিবেদন ৮ জুন
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ০৯:১৫
রাজধানীর নিউমার্কেটের সংঘর্ষে দোকান কর্মচারী মুরসালিনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রতিবেদন আগামী ৮ জুন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম মামলার এজাহার গ্রহণ করে এ দিন ধার্য করেন।
এর আগে, মুরসালিনের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতে তার ভাই নুর মোহাম্মদ হত্যা মামলা করেন। তিনি মামলায় কোনো আসামির নাম উল্লেখ করেননি বলে জানান, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম।
মুরসালিনের বাড়ি কুমিল্লায়। তিনি তিতাস উপজেলায় বাডাকান্দি গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় থাকতেন।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা পর ওই সংঘর্ষ নিয়ন্ত্রণে এলেও পরদিন মঙ্গলবার সকাল ১০টার পর ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। যা চলে সন্ধ্যা পর্যন্ত। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ইতোমধ্যে দুইজন মারা গেছেন। তাদের মধ্যে একজন মুরসালিন। অন্যজন কুরিয়ার কর্মী নাহিদ হাসান।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: নিউমার্কেট হত্যা মামলা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।