বিলম্বিত শিডিউল দিয়ে শুরু ঈদযাত্রা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ০১:৫৮

বিলম্বিত শিডিউল দিয়ে শুরু ঈদযাত্রা

আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী গত ২৩ এপ্রিল যারা ঈদের ট্রেনের অগ্রিম টিকিট কেটেছিলেন তারাই আজ প্রথম দিনের ঈদযাত্রা শুরু করেছেন। তবে প্রথম দিনের শুরুতেই বিলম্বিত হয়েছে ট্রেনের শিডিউল। এতে ক্ষোভ প্রকাশ করেছেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করা যাত্রীরা। তারা বলেছেন, একবার ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ঈদের টিকিট কাটবো, আবার যাত্রার দিন শিডিউল বিপর্যয় হয়ে ট্রেন বিলম্বিত হবে, এটা মেনে নেওয়া যায় না।

বুধবার (২৭ এপ্রিল) সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ঈদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও প্রথম ট্রেনই বিলম্বিত হয়। ফলে ৬টা ২০ মিনিটে সিলেটগামী পারাবত ট্রেনটি ছেড়ে যাওয়ার মাধ্যমে অনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হয়। আর ধূমকেতু ট্রেনটি ৫৫ মিনিট বিলম্বিত হয়ে ৬টা ৫৫ মিনিটে কমলাপুর ছাড়ে। একইভাবে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ৮টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও বিলম্বিত হয়ে ট্রেনটি ৮টা ৫০ মিনিটে ছেড়ে যায়। এছাড়া যাত্রীতে পরিপূর্ণ রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ৯টা ১০ মিনিটে কমলাপুর ছাড়ার কথা থাকলেও বিলম্বিত শিসিডিউল নিয়ে কমলাপুর ছাড়ে সকাল ১০টা মিনিটে।

সার্বিক বিষয় নিয়ে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানিয়েছেন, আজ থেকে আমাদের ট্রেনের ঈদযাত্রা শুরু হয়েছে। সকালে যে ১২টি ট্রেন স্টেশন ছেড়েছে এর মধ্যে ২/৩টি ট্রেনের কিছুটা বিলম্ব হয়েছে। ক্রসিংয়ের কারণে মূলত ট্রেনগুলো বিলম্ব হয়েছে। আশা করছি আমাদের বাকি ট্রেনগুলোর টাইম শিডিউল ঠিক থাকবে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top