ট্রেনে ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ মে ২০২২, ০২:৫৩
প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ঢাকামুখী মানুষের চাপ শনিবার (৭ মে) পর্যন্ত অব্যাহত রয়েছে। সড়ক ও নৌপথের মতোই কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে করে ঢাকায় ফেরা মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো।
ঈদ পরবর্তী অফিস-আদালত খুলে যাওয়ায় মানুষের চাপ বেড়েছে। আর ফাঁকা ঢাকা ফের সরগরম হতে শুরু করেছে। এতে প্রাণ ফিরে পাচ্ছে রাজধানী। তবে ঢাকায় আসতে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।
শনিবার সরেজমিনে দেখা যায়, ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছেন হাজারও মানুষ। প্রতিটি ট্রেনই শতভাগ যাত্রী নিয়ে কমলাপুর পৌঁছেছে। এদিন ভোর থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই। কোনো কোনো ট্রেনে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহনও করতে দেখা গেছে।
এদিন দুপুর ১টা পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো পর্যন্ত ১৫টি ট্রেন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে। প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের চোখে পড়ার মতো ভিড়। এই ভিড়কে সঙ্গী করেই জীবিকার প্রয়োজনে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই ফিরছেন রাজধানীতে।
প্রসঙ্গত, গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি শেষ হয়েছে। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। তাই সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ঢাকায় ফিরতে শুরু করেছেন। ফলে রোববার (৮ মে) থেকে রাজধানী ফিরবে আগের রূপে।
এনএফ৭১/এম/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।