দুই ফ্যাশন হাউজকে মামলা ও জরিমানা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ মে ২০২২, ০৬:৪৬
কাপড়ের রঙের স্থায়িত্বের অনুকূলে সিএম লাইসেন্স ছাড়া কাপড় বিক্রি করার দায়ে দুই ফ্যাশন হাউজের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (৩০ মে) রাজধানীর বনশ্রী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মামলা ও জরিমানা করা হয়। বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
রাজধানীর বনশ্রী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ে রঙের স্থায়িত্বের অনুকূলে সিএম লাইসেন্স ছাড়া পোশাক বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে বনশ্রীর এফ ব্লকে রেস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মিরপুর এলাকায় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে কাপড়ের রঙের স্থায়িত্ব ও লেদার ফুটওয়্যারের বিএসটিআই সিএম লাইসেন্স ছাড়া বিক্রয় ও বাজারজাতের অপরাধে সেকশন ২ এ টুয়েলভ ক্লথিং লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: বিএসটিআই রাজধানী মামলা জরিমানা মোবাইল কোর্ট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।