• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


খেলাঘরের ৭০ বছরপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জুন ২০২২, ০৪:১৪

খেলাঘরের ৭০ বছরপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত দেশের সর্ববৃহৎ জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের গৌরবময় ৭০ বছরপূর্তি উৎসব শুরু হয়েছে।

সোমবার (২৭ জুন) রাজধানীর শিশু একাডেমি ও বাংলা একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে খেলাঘরের ৭০ জনকে সঙ্গে নিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, সংগঠনের পক্ষ থেকে বছরব্যাপী এ আয়োজন চলবে দেশজুড়ে। দুই একাডেমি প্রাঙ্গণে আয়োজকদের পক্ষ থেকে রোপণ করা হয় পলাশ, শিমুল, কাঁঠালচাঁপা, মেহগনি, নিম, আম, আমড়া, লটকন প্রভৃতি বৃক্ষের চারা।

কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার। এ ছাড়া শিশু একাডেমির সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু একাডেমির চেয়ারম্যান নাট্যব্যক্তিত্ব লাকি ইনাম, একাডেমির মহাপরিচালক শফিকুল ইসলাম।

অন্যদিকে বাংলা একাডেমির বটতলার মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি নূরুল হুদা, কবি আনজীর লিটন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, জাতীয় পরিষদ সদস্য ড. শাহাদাৎ হোসেন নিপু, একাডেমির প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক ডা. কে এম মুজাহিদুল ইসলাম ও প্রমুখ।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top