বাসের ধাক্কায় জাহাঙ্গীরের বিদেশ যাত্রা স্বপ্নই থেকে গেলো

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুলাই ২০২২, ০৩:৪৫

বাসের ধাক্কায় জাহাঙ্গীরের বিদেশ যাত্রা স্বপ্নই থেকে গেলো

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বাসের ধাক্কায় মো. জাহাঙ্গীর মাতব্বর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ জুলাই) বায়তুল মোকাররম মসজিদের ১ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীর মাতব্বরের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পূর্বদি গ্রামে।

নিহতের মামা মো. মুহিদুল ইসলাম বলেন, জাহাঙ্গীর বিদেশ যাওয়ার চেষ্টা করছিলো। মেডিক্যাল করার উদ্দেশ্যে ফকিরাপুল পানির ট্যাংক এলাকায় যাচ্ছিলো। আজ সকাল সাড়ে ৮টার সময় বায়তুল মোকাররম মসজিদের ১ নম্বর গেটের সামনের রাস্তা পার হচ্ছিলো। এ সময় তানজিল পরিবহনের একটি বাস অপর একটি বাস অতিক্রম করার সময় জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটি জব্দ করেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top