হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সির ভাড়াও বেড়েছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২২, ০৮:৪৪
চক্রাকার বাসের পর রাজধানীর হাতিরঝিলে চলা ওয়াটার ট্যাক্সির ভাড়াও বাড়ানো হয়েছে। ডিজেলের দাম বাড়ার অজুহাতে ভাড়া সর্বনিম্ন ২০ এবং সর্বোচ্চ ৪০ টাকা পুনর্নির্ধারণ করেছে হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি কর্তৃপক্ষ।
বুধবার (১০ আগস্ট) হাতিরঝিল ওয়াটার ট্যাক্সির ঘাটগুলোতে গিয়ে দেখা গেছে, সব টিকিট কাউন্টারগুলোর সামনে ভাড়া বাড়ানোর নতুন নোটিস টাঙিয়ে রাখা হয়েছে।
কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে, গুলশান থেকে এফডিসি ঘাটের জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। যা আগে ছিল ৩০ টাকা। একইভাবে গুলশান থেকে রামপুরা এবং পুলিশপ্লাজা সংলগ্ন ঘাটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। যা আগে ছিল জনপ্রতি ২০ টাকা।
নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রতি লিটার ডিজেলে ৩৪ টাকা মূল্য বৃদ্ধি করা হয়েছে। এর আগে ডিজেলের দাম যখন ৬৫ থেকে ৮০ টাকা বৃদ্ধি করা হয়েছিল তখন ওয়াটার ট্যাক্সি কর্তৃপক্ষ ভাড়া বাড়ায়নি। কিন্ত সর্বশেষ ডিজেলের মূল্য বৃদ্ধির পর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সির টিকিটের মূল্যে সমন্বয় করা অপরিহার্য হয়ে পড়েছে। ফলে টিকিট মূল্যে বৃদ্ধি করা হলো।
বিষয়: হাতিরঝিল ওয়াটার ট্যাক্সির
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।