শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

উত্তরায় লরিচাপায় ট্রাফিক পুলিশ নিহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২২, ০৪:০১

উত্তরায় লরিচাপায় ট্রাফিক পুলিশ নিহত

রাজধানীর উত্তরায় লরিচাপায় কাজী মাসুদ (৩৮) নামে ট্রাফিক পুলিশের একজন সদস্য নিহত হয়েছেন। রোববার ভোরে উত্তরা ৯ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামে। বাবার নাম কাজী হেমায়েত উদ্দিন। তিনি ট্রাফিক (উত্তরা) বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সাংবাদিকদের এসব তথ্য জানান।

পুলিশ জানায়, উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত তাসিন পাম্পের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন মাসুদ। এ সময় তাকে পেছন দিক থেকে কন্টেইনার বহনকারী একটি লরি ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে ওই লরির চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় লরিটি জব্দ করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নিহত মাসুদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top