উত্তর সিটি কর্পোরেশনের দপ্তরে আগুন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২, ২১:২১
গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অফিসে আগুন লেগেছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৭ টায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের গুলশান সেন্টার পয়েন্ট ভবনের ৮ তলায় এই আগুন লাগে।
ভবনটিতে ইউনিমার্ট সুপারশপ, শেফ টেবিল রেস্টুরেন্টসহ উত্তর সিটি কর্পোরেশনের অফিস রয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, ভবনের ৮ তলায় উত্তর সিটি কর্পোরেশন ও উত্তরের মেয়র আতিকুল ইসলামের দপ্তর রয়েছে। এখান থেকেই আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুনের ঘটনা শুনে প্রথমে তিনটি ও পরে একটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এখানে আগুনের সাথে প্রচণ্ড ধোঁয়া রয়েছে।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি জানতে পৃথক কমিটি করা হবে। এছাড়াও আগুনটি ইচ্ছাকৃত নাকি অন্য কোনোভাবে লেগেছে তা এখনও জানা যায়নি। আগুনে এ পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
বিষয়: উত্তর সিটি কর্পোরেশন আগুন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।