এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে বের হতে অনুরোধ ডিএমপির
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৮
রাজধানীতে গত কয়েক দিনের বৃষ্টি ও সড়কে খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল স্থবির হয়ে রয়েছে গত দুই দিন ধরে।
এ অবস্থায় কেন্দ্র নির্দিষ্ট সময়ে পৌঁছানোর লক্ষ্যে এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এ অনুরোধ জানান।
তিনি বলেন, গত কয়েক দিনের বৃষ্টি ও সড়কে খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে গেছে। এতে যানবাহন বেশ ধীরগতিতে চলাচল করছে। এ অবস্থায় এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার জন্য ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হলো।
বিষয়: এসএসসি পরীক্ষার্থী ডিএমপি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।