হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ২২:১৩

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণ, নিহত ১

রাজধানীর হাজারীবাগে একটি কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণে মো. ইলিয়াস (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও তিন জন। 

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বউবাজার বেড়িবাঁধ এলাকায় ‘মেট্রো এক্সপ্রেস ট্রান্সপোর্ট’ নামের কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণ হয়।

দগ্ধ তিন শ্রমিক হলেন, হালিম (২৮) মার্সেল (৩৬) ও আশিক (৪০)। 

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কেমিক্যাল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। 

দগ্ধ শ্রমিকদের সহকর্মী মোহাম্মদ সালাম মিয়া বলেন, মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে মালামাল লোড-আনলোডের সময় বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান। দগ্ধ হন আরও তিন জন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

তিনি জানান, হতাহতদের সবার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাজারীবাগ এলাকা থেকে দগ্ধ হয়ে তিন জন এসেছেন। তিন জনের অবস্থায় আশঙ্কাজনক।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top