ঘুমের ওষুধ খাইয়ে সর্বস্ব লুট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ০১:৪২

হকার সেজে রাজধানীর বিভিন্ন বসে উঠে অজ্ঞান পার্টি। টার্গেট করা হয় সাধারণ যাত্রীদের। তারপর চেতনানাশক মেশানো খাবার খাইয়ে অজ্ঞান করে হাতিয়ে নেয় সর্বস্ব। আর এভাবে যাত্রাবাড়ী যাওয়ার পথে অজ্ঞান পার্টির হাতে প্রাণ হারায় প্রবাসী আবুল হোসেন গাজী।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) অজ্ঞান পার্টির দু'জনকে গ্রেপ্তারের পর দুপুরে রাজধানীর বনশ্রীতে সংবাদ সম্মেলনে সংঘবদ্ধ এমন অপরাধের কথা জানিয়েছে পিবিআই।

পিবিআইয়ের হাতে গ্রেপ্তারকৃত জাকির হোসেন এবং মোহাম্মদ জিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সংঘবদ্ধ অপরাধের চিত্র। মোবাইল ফোনের মাধ্যমে পরিচালিত হয় তাদের পুরো চক্র। হকার সেজে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে হাতিয়ে নেওয়া হয় টাকা ও মূল্যবান দ্রব্য।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর বরিশালের বাসিন্দা আবুল হোসেন গাজী যাত্রাবাড়ী যাওয়ার জন্য রাজধানীর পল্টন এলাকা থেকে বাসে ওঠেন। তিনি ঢাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। চলন্ত বাসেই হকারের কাছ থেকে জুস কিনে খান। বুঝতেই পারেননি, জুসেই মেশানো ছিল অজ্ঞান পার্টির মেশানো ঘুমের ওষুধ। অতিরিক্ত মাত্রার ওষুধ সেবনে প্রাণ যায় ৬০ বছর বয়সী আবুল হোসেনের।

এনএফ৭১/এবিআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top