আইনজীবীদের বিক্ষোভ
ছুটিতে বিচারক আসাদুজ্জামান নূর
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ১৯:৪২
আইনজীবীদের বিক্ষোভের মুখে দুই দিনের ছুটিতে পাঠানো হয়েছে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরকে। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকা আইনজীবী সমিতির নেতারা।
এর আগে এক আইনজীবীকে আসামির লক আপে দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগে ঢাকার একজন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণ চেয়ে বিক্ষোভ করছেন আইনজীবীরা।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে একদল বিক্ষুব্ধ আইনজীবী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে তালা দিয়ে দেন।
এ ঘটনার পরপরই আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন। এসময় পুলিশ সিএমএম আদালতের মূল গেটে তালা লাগিয়ে দেয়। বিক্ষুব্ধ আইনজীবীরা ওই বিচারকের অপসারণ চেয়ে নানা স্লোগান দিতে থাকেন। আপাতত সিএমএম আদালতের বিচারকাজ বন্ধ রয়েছে। আদালতের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আসাদুজ্জামান নুরের আদালত শুরু হওয়ার কথা ছিল। তবে বিচারক দেরি করে এজলাসে বসেন। এ নিয়ে এজলাসে কক্ষে হট্টগোল তৈরি হয়। এক পর্যায়ে রুবেল আহমেদ ভূঁইয়া নামের এক আইনজীবীকে দুই ঘণ্টা আদালতের হাজতে রাখার আদেশ দেন বিচারক। গতকাল এ নিয়ে কিছু না বললেও আজ বিক্ষোভ শুরু করেন আইনজীবীরা।
মঙ্গলবারের ঘটনায় ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর আবেদন দিয়েছেন ভুক্তভোগী আইনজীবী। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।
এনএফ৭১/এনএম/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।