প্রশ্ন ফাঁসে বিমানের ৫ কর্মকর্তা আবারও রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ২২:০৮

প্রশ্ন ফাঁসে বিমানের ৫ কর্মকর্তা আবারও রিমান্ডে

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে ফের দু'দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম রাশেদুল আলম শনিবার তাদের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর বিমানবন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের দু'দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২১ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি পদে নিয়োগের লিখিত পরীক্ষার কথা থাকলেও প্রশ্ন ফাঁসের বিষয়টি জানার পর পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এরপর রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্রের ফটোকপি, প্রশ্নপত্র বিক্রির টাকা এবং ফাঁস হওয়া প্রশ্নের অনলাইনে আদান-প্রদানের তথ্য সম্বলিত বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তারা ছাড়াও বিমানের আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী প্রশ্ন ফাঁস প্রক্রিয়ার সঙ্গে জড়িত বলে গেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ এমন অনেকেই পলাতক।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top